ধলেশ্বরী উপজেলা বাস্তবায়নের দাবিতে নাগরপুরে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০১ পিএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ১০৯৬

প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের  নাগরপুরে মানববন্ধন ও ইউএনওর কার্যালয়ে দাবি পেশ করেছে ধলেশ্বরী উপজেলা বাস্তবায়ন কমিটি।

মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের হাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২টি দেলদুয়ার উপজেলার ২টি ও নাগরপুর উপজেলার ২টি সহ মোট ৬টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলার দাবি পেশ করা হয়।

পরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তারা দক্ষিন টাঙ্গাইলের অবহেলিত ও বঞ্চিত ৬টি ইউনিয়ন মোকনা, পাকুটিয়া, আনাইতারা, ফাজিলহাটী, লাউহাটী ও বানাইল ইউনিয়ন নিয়ে এ অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষে ধলেশ্বরী উপজেলা নামে একটি পৃথক উপজেলা গঠণের দাবি জানান। 

এসময় বক্তব্য রাখেন, ধলেশ্বরী উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সহ: অধ্যাপক মো. শিবলী সাদিক, সাধারন সম্পাদক রেজাউল করিম লিটন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, মো. আ. করিম, মোকনা ইউপি  সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা ১৪ দলের অন্যতম নেতা মাশুকুল হক মুরাদ, খন্দকার হুমায়ন আহমেদ, প্রভাষক মো. আক্তার হোসেন, মো. নজরুল ইসলাম, খন্দকার সাজ্জাদ হোসেন আপেল, মো. জাফর আলী খান প্রমুখ।