মির্জাপুরে তিতাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন


তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন লি: টাঙ্গাইল অফিস মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ২০০ ফুট অবৈধ পাইপ অপসারন, ৮টি রাইজার ও ৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে।
টাঙ্গাইল অফিসের সহকারি ব্যবস্থাপক তৌফিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় টাঙ্গাইল অফিসের প্রকৌশলী রমজান আলী ও প্রকৌশলী মোস্তফা মাহবুব উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল অফিসের প্রকৌশলী মোস্তফা মাহবুব বলেন, গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ২০০ ফুট অবৈধ পাইপ অপসার ৮টি রাইজার ও ৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।