মির্জাপুরে বিপ্লব মাহমুদ উজ্জলকে সংবর্ধনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৫ পিএম, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৭৬০

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবয় ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলার লতিফপুর, আজগানা, গোড়াই, বাঁশতৈল, ফতেপুর, ভাতগ্রাম, জামুর্কী, বানাইল, আনাইতারা, ভাওড়া ও মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ।

উল্লেখ্য গাইবান্ধা -৬ আসনের সাংসদ  ই¯্রাফিল আলমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির পদটি শূন্য হলে ফেডারেশনের সহ সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। বিপ্লব মাহমুদ উজ্জলের বাড়ি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের হলিদ্রচালা গ্রামে।