মির্জাপুরে ট্রাক থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্বার,গ্রেফতার ২

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:০৮ পিএম, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | ৪৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক তল্লাশি করে দুই মাদক ব্যবসায়ীকে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার বাইমাইল গ্রামের বাসিন্দা সোহেল রানা (২৪) ও লালমনিরহাট জেলার টংভাঙ্গা উপজেলার বাসিন্দা আনিসুর রহমান (২৫)।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মির্জাপুর থানা পুলিশের (এস.আই) মুরাদ জাহান বলেন, গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ে করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।