সখীপুরে ইয়াবাসহ গ্রেফতার এক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩ এএম, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ | ৪৭৭

টাঙ্গাইলের সখীপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিন্টু মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার মধ্যে রাতে উপজেলার পলাশতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে কালিহাতী উপজেলার বেতডুবা এলাকার কোরবান আলীর ছেলে। এ ব্যাপারে সখীপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, সখীপুর এবং কালিহাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা পলাশতলী থেকে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী  মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।