মির্জাপুরে চার ওষুধ ব্যবসায়ীর জরিমানা


টাঙ্গাইলের মির্জাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে চার ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা আদায় করেন।
মির্জাপুর কুমুদিনী হাসপাতাল রোডের রিনা ফার্মেসীর পাঁচ হাজার, ললিতা ফার্মেসীর পাঁচ হাজার, রতন ফার্মেসীর এক হাজার ও মোল্লা ফার্মেসীর মালিকের কাছ থেকে এক হজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
এ সময় বাংলাদেশ ড্রাগিস্ট এ্যান্ড কেমিস্ট সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জরিপ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী মাইকিং করে ওষুধ ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানান। এছাড়া মানুষের জন্য ক্ষতিকারক অনুমোদনহীন কোন পণ্য বিক্রী না করার জন্যও তিনি ব্যবসায়ীদের অনুরোধ করে।