সেতুতে আশ্রয় নেওয়া সেই ৭০ পরিবারকে দুপুরের খাবার বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৫ পিএম, শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ৮৭১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেতুতে আশ্রয় নেওয়া সেই বন্যা কবলিত ৭০ পরিবারকে দুপুরের খাবার দিলেন জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল।

শনিবার দুপুরে রান্না করা খাবার তিনি নিজ হাতে ওই বন্যা কবলিত পরিবার গুলির মধ্যে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, , মহিলা লীগের সভাপতি রওশনার বেগমস, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

পৌর এলাকার পুষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া ) প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। বন্যায় অধিকাংশ বাড়ি পানিতে নিমজ্জিত হয়। একারনে ৭০ টি দরিদ্র পরিবার বংশাই নদীর ওপর নির্মিত আলহাজ একাব্বর হোসেন সেতুতে পলিথিনের ছাউনি তৈরি করে আশ্রয় নেয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসায় ওই ৭০ পরিবাররের সহায়তায় অনেকেই এগিয়ে আসেন।

বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খান বাবুল ওই ৭০ পরিবারকে খাদ্য সহায়তার উদ্যোগ নেন। তিনি রান্না করা খাবার নিয়ে শনিবার দুপুরে সেতুর ওপর পলিথিনের ছাউনিতে আশ্রয় নেওয়া পরিবার গুলোর মধ্যে বিতরণ করেন।