শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ পিএম, শনিবার, ৮ আগস্ট ২০২০ | ৪৯৮

টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসরাফউজ্জামান স্মৃতি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন টাঙ্গাইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা বৃন্দ।