সাপের কামড়ে অতিষ্ট এলাকাবাসী


টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়নের ছোটবাসালিয়া গ্রামে গত কয়েক দিন যাবত প্রায় প্রতি দিনই কাউকে না কাউকে সাপে ছোবল দিচ্ছে।
তথ্য নিয়ে জানা যায় গত কয়েকদিন আগে ছোটবাসালিয়া গ্রামের মোঃ জুয়েল রানার স্ত্রী কল্পনা বেগম কে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হাতে কামড় দেয় সাপে, কবিরাজী চিকিৎসা নিয়ে সুস্থ না হতেই দ্বিতীয় বার আবারো কামড় দেয় তার পায়ে।
তার দুই দিন পরে, মুকবুল মিয়ার স্ত্রী নিলু বেগমকেও ঘুমন্ত অবস্থায় রাতে বেলায় তার হাতে সাপে কামড় দেয়। তিনিও কবিরাজি চিকিৎসা নেন। গত ০৭-০৮-২০১৭ইং তারিখ রাতের বেলায় মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী সাহিদা বেগমকেও ঘুমন্ত অবস্থায় হাতে সাপে কামড় দেয়।
স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে চেতন পেয়ে জাহাঙ্গীর আলম অতি দ্রুত কবিরাজ নিয়ে আসেন ও তার চিকিৎসা করান।
গত ০৯-০৮-২০১৭ইং তারিখ রাত আনুমানিক ১১টার দিকে মোঃ নাজিম উদ্দিনের স্ত্রী ফরিদা বেগমকেও সাপে কামড় দেয় পায়ে, এই কথা শুনে পাশের বাড়ির ইয়াদালী মিয়া ফরিদা বেগমকে দেখতে যায়।
বাড়িতে আসার পথে আনুমানিক সাড়ে ১২টার দিকে সাপে কামড় দেয় তাকেও। তাদের পরিবারের লোক জন কবিরাজ ডেকে এনে তাদেরকে চিকিৎসা করান।
আহতদেরকে চিকিৎসা দেন মোঃ দেওয়ান আলী কবিরাজ ও মোঃ হারেজ আলী কবিরাজ। কবিরাজরা জানায় আহতদের কে নাকি বিষাক্ত সাপে ছোবল দিয়ে ছিলো। সাপের কামড় নিয়ে এলাকা বাসীর মাঝে চরম আতংক বিরাজ করছে।