মির্জাপুরে যুবলীগের সভা অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭ | ৪৬৮

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগ কর্তৃক অয়োজিত বৃহস্পতিবার মির্জাপুর ক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিটদাঁড়িয়ে থেকে নীরবতা পালন করা হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আজহারুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আবু বকর সিকদার প্রমূখ। এ

সভায় ১৫ আগস্টে রক্তদান কর্মসূচি পালন করা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারিত সাপেক্ষে আলোচনা করা হয়।