টাঙ্গাইল ঘারিন্দা ইউনিয়ন পরিষদে বিজিএফের চাল বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:২৬ পিএম, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ | ৫৪৭

টাঙ্গাইল সদর উপজেলা ৩নং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৩৪টন চাল ৯টি ওয়ার্ডে ২২টি গ্রামে ২৯’শ পরিবারের মাঝে তিনদিন ব্যাপি বিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতর শুরু হয়। এতে বিজিএফ এর চাল বিতরণ করা হবে সোমবার, মঙ্গলবার ও বুধবার।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন ৩নং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর বারেক, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সচিব মো. নাজমুল হাসান, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম ইছা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদশা মিয়া, ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিন তালুকদার প্রমুখ।