মির্জাপুরে বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগ ধল্যা এলাকায় একটি বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আগ ধল্যা এলাকার একটি বিল থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামালপুর জেলার বকশিগঞ্জ থানার কনেকান্ধা গ্রামের নূর সালামের ছেলে রমজান আলী (২৮) বলে জানা গেছে। গত বুধবার ব্যাটারি চালিত অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ার পর জনতার ধাওয়ায় যে ব্যক্তি পানিতে লাফিয়ে পড়েছিল তারই মরদেহ হবে ধারণা করছেন এলাকাবাসী।
মরদেহ উদ্ধারকারী থানার উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২২ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আগ ধল্যা এলাকায় এশটি ব্যাটারি চালিত অটো রিক্সা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন ছিনতাইকারীরা। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করলেও তাদের ধাওয়ায় এক ছিনতাইকারী বিলের পানিতে ডুব দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, উদ্ধারকৃত মরদেহটি ছিনতাইকারীর সদস্য কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই।