বাসাইলে চাড়ির পানিতে ডুবে শিশুর মৃত্যু


টাঙ্গাইলের বাসাইলে চাড়ির পানিতে ডুবে ইয়ামিন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইয়ামিন উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া শিকদার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে পাশে বসিয়ে রেখে বাড়িতেই কাজ করছিলেন। মায়ের অঘোচরে শিশুটি বাড়িতে থাকা চাড়ির পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির একপর্যায় ওই চাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য কামরুল শিকদার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।