ভোলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | ৫০৫

ভোলা সদর উপজেলায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ মো. মহিউদ্দিন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৩ জুলাই) দুপুর ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড জংশন ফেরিঘাটের ১নং পল্টুন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মহিউদ্দিন ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাটাবুনিয়া ঢালী বাড়ির মো. আজিজুল ইসলামের ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জংশন ফেরিঘাটের ১নং পল্টুন এলাকায় অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।