ঝিনাগাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ড্রেজার মেশিন ধ্বংশ


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি বালু উত্তোলনের মেশিন ও বিপুল পমিানের বালু জব্দ করা হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ উক্ত নদী থেকে বিভিন্ন সময়ে গোপনে এক শ্রেনীর অসাধু বালু ব্যবসায়ী অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানা করিম সঙ্গীয় থানা পুলিশ ও বিজিবি সেনাদের নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গেলে বালু ব্যবসায়রা মূর্হুতের মধ্যে সংবাদ পেয়ে মেশিনগুলো পাহাড়ের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখলেও প্রশাসনের নজর এড়াতে পারেনি।
পরে ওই ৪টি মেশিন উদ্ধার করে প্রথমে জব্দ,পরে তা ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংশ করা হয়, সেই সাথে ঘটনাস্থলে পাওয়া বিপুল পরিমানের বালু বিজিবি’র জিম্মায় রাখা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, একই কায়দায় সোমেশ্বরী নদীর শ্রীবর্দী অংশ থেকে দেদারছে অবৈধ ভাবে বালু উত্তোলন হলেও এ বিষয়ে শ্রীবর্দী উপজেলা প্রশাসন এ যাবৎ সময় পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা গ্রহনের খবর পাওয়া যাইনি।
তবে শ্রীবর্দী উপজেলা প্রশাসনের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্দ্যোগ না নিলে জনসাধারণের কাছে বিষয়টিকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিতে পারে। উল্লেখ্য যে, বর্তমান সময়ে ঝিনাইগাতী উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন প্রায় সম্পূর্ণ বন্ধ আছে।