নাটোরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


নাটোরের লালপুর উপজেলার রামকষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আকাশ হাসান (৩১) কে আটক করেছে র্যাব-৫।
আটকৃত আকাশ হাসান একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ ইয়াকুব খামারুর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে শনিবার রাতে র্যাবের একটি অপারেশন দল লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আকাশ নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ডসহ তাকে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলট বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিলেন বলে সবার সামনে স্বীকার করে। এ ঘটনায় নাটোর লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।