ভোলায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭ এএম, শনিবার, ১১ জুলাই ২০২০ | ৪১১

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৬০ পিচ ইয়াবাসহ মো. ইউসুফ (৩৫) ও মো. মিন্টু কাজী (৪৫) নামের দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার (১০জুলাই) রাত সাড়ে টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়

আটককৃত মো. ইউসুফ শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. ইব্রাহীম মুন্সির ছেলে ও মো. মিন্টু কাজী বোরহানউদ্দিন থানার কুতুবা ৭নং ওয়ার্ডের আ. মালেকের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক(এসআই) নিঃ শান্তু দেবনাথ ও সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.ইউসুফ ও মো. মিন্টু কাজী নামের দুই যুবককে ৬০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।