সাংবাদিকের ওপর হামলায় দুই আনসার বরখাস্ত


রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ছবি তুলতে যাওয়ায় ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বিবৃতি পড়েন ভিডিপির জনসংযোগ কর্মকর্তা মেহনাজ তাবাসসুম।
আনসার বাহিনীর প্রধান কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, “সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি অনিচ্ছাকৃত। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।” তিন কার্যদিবসের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বলেও বিবৃতিটিতে জানানো হয়েছে।
এসময় সাংবাদিককের প্রতি অসম্মান না জানাতে সকল সদস্যের প্রতি নির্দেশ দেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।
প্রসঙ্গত, শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ৫০০ শয্যা বিশিষ্ট রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিতে যাওয়া এক রোগীর স্বজনকে মারার ছবি তুলতে গেলে মারধরের শিকার হন দৈনিক দেশ রূপান্তরের ফটো সাংবাদিক রুবেল রশিদ। এসময় তার ক্যামেরাও ভাঙচুর করে তারা।