উড়ন্ত বিমানে ভিক্ষাবৃত্তি!


বাস, ট্রেন, লঞ্চ, জাহাজে ভিক্ষুকদের ভিক্ষা করতে দেখা যাওয়াটা স্বাভাবিক ঘটনা। তাই বলে, বিমানেও ভিক্ষাবৃত্তি! এটাই কি দেখা বাকি ছিল? হ্যাঁ, উড়ন্ত বিমানে ভিক্ষা করছে এক বৃদ্ধ।
দোহা থেকে কাতারের ইরানের শিরাজ আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটেছে। বৃদ্ধের ভিক্ষা করার একটি ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বয়স্ক লোকটি একটি প্লাস্টিকের ব্যাগ হাতে বিমানের ভেতর ঘুরে ঘুরে সহযাত্রীদের কাছে অর্থ সাহায্য চান। কেউ কেউ আবার তাকে অর্থ দিচ্ছেন।
এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন কেবিন ক্রুরা। তারা বৃদ্ধকে নিজের সিটে বসতে অনুরোধ করেন। কিন্তু ওই বৃদ্ধ নিজের কাজ চালিয়ে যান। তখন একাধিক ক্রু তাকে আসনে বসতে বললে তিনি নিজের সিটে গিয়ে বসেন। লোকটি ফার্সি ভাষায় কথা বলছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ইরানি নাগরিক।