নাটোরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৮ পিএম, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | ৫৫৭

জেলার ২০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ১৩৪ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত মোট ৯৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরমধ্যে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিস্তার, উপবৃত্তির পরিধি বৃদ্ধি, বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, অবকাঠামোর উন্নয়ন ইত্যাদি অন্যতম। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ব্যাহত প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ক্ষতি পূরণে সরকারের উদ্যোগে চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম এবং স্থানীয় প্রশাসনিক উদ্যোগেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম।

সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদৃষ্টির বিবেচনা বোধ থেকে করোনাকালীন সময়ের জন্যে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেছেন। অনুদান প্রদানের এই ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে সরকার এমপিওভূক্তির অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোকে এমপিও প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, অনুদানপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে নাটোর মহারাজা জেএন স্কুল এন্ড কলেজের তরজুল ইসলাম ও নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নাহিদ ফারহানা।

আজ নাটোর সদর উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে সর্বমোট ৬ লাখ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলার অন্য ছয়টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংশ্লিষ্ট উপজেলাতে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হবে।