শেরপুরের ঝিনাইগাতীতে ২ ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড


করোনা পরিস্থিতিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৪টার পর দোকান খোলা রাখার অপরাধে ২মিষ্টি ব্যবসায়ীকে ১মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ২৯জুন রাত ৯টায় এক অভিযান পরিচালনা করেন। এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৪টার পর দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ড বিধি ১৮৬০এর ২৬৯ধারা মোতাবেক ২মিষ্টি ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ড প্রাপ্ত হলেন, উপজেলার নয়াগাঁও গ্রামের নুরুল হকের ছেলে শেখ ফরিদ ও বাগেরভিটা গ্রামের সতারাম চন্দ্র বর্মনের ছেলে কৃষ্ণ চন্দ্র বর্মন। তারা উভয়ই মিষ্টির ব্যবসায়ী।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।