কালিহাতীতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৭:৫০ পিএম, সোমবার, ২২ জুন ২০২০ | ৩৬১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দ্বীপালোক মুখার্জি, মেডিকেল অফিসার ডাক্তার শুভদ্বীপ চন্দ্র, হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি মাসুম আল মাহমুদ, উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রেজা হাসিব খান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী এই ক্রান্তিলগ্নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে আমরা যখন জীবনের চরম ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে স্বাস্থ্যসেবাকে বাধাগ্রস্থ করার হীন উদ্দেশ্যে একটি মহলের প্ররোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মানহানি ও সর্বোপরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম বিনষ্ট করবার অসৎ উদ্দেশ্যে অনলাইন ও ঢাকার কয়েকটি প্রিন্ট পত্রিকায় যাচাই-বাছাই না করেই বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে উপজেলার স্বাস্থ্য কার্যক্রম উন্নতি সাধন এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান গঠন করার উদ্দেশ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

উদ্ভুত করোনা পরিস্থিতির শুরুতে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সুরক্ষা নিশ্চিত কল্পে উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবস্থা করেছেন। সরকারি ওষুধপত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইতিমধ্যে দুর্নীতি পরায়ন কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।

পরে বক্তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগের কথা উল্লেখ করে পত্রিকায সংবাদ প্রকাশ করা হয়েছিল তার সবকটি অভিযোগ মিথ্যা দাবী করে তার ব্যাখ্যা তুলে ধরেন।