রংপুরে পৃথক ঘটনায় ৫ অটো ছিনতাইকারী আটক


রংপুরের মিঠাপুকুরে গতকাল পৃথক ঘটনায় ৩কিশোর ২যুবকসহ ৫ অটো ছিনতাইকারী জনতার হাতে ধরা পড়েছে।
আটক ছিনতাইকারীরা হলোঃ- মিঠাপুকুর থানা এলাকার হাড়ড়পাড়া গ্রামের মৃত আঃ রাজ্জাকের পুত্র রুবেল ইসলাম (১৫), তিলকপাড়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র মোশরেফুল মুরাদ (১৫), আবিরের পাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র বাবু মিয়া (২১) এবং আরপিএমপি রংপুরের মোহরপুর মধ্যপাড়া এলাকার বদিউজ্জামানের পুত্র জাকির হোসেন (২৭) ও পশুরাম থানা এলাকার ধাপ পশুরামের আনোয়ার হোসেনের পুত্র মিলন মিয়া (১৪)।
ভুক্তভোগী, এলাকাবাসী ও থানাসুত্রে জানা যায়, গত (৮জুন) দুপুর দেড়টার দিকে মিঠাপুকুর বাসষ্ট্যান্ডে রুবেল ইসলাম, মোশরেফুল মুরাদ ও বাবু মিয়া মিঠাপুকুর উপজেলার ছড়ান বাজারে যাওয়ার কথা বলে একই উপজেলার চিথলী দক্ষিনপাড়া গ্রামের মোকছেদ মিয়ার পুত্র বাবু মিয়ার চার্জারঅটো ভাড়া করে। পথিমধ্যে শাল্টিগোপালপুর এলাকার একটি ফাকা জায়গায় ছিনতাইকারীরা অটোচালক বাবু মিয়াকে চাকুর মুখে জিম্মি করে অটোর পিছনের সিটে বসিয়ে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ছড়ান বাজারে নিয়ে যায়।
এসময় অটোচালক বাবু মিয়া সুযোগ বুঝে চিৎকার করলে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের হাতেনাতে ১টি চাকুসহ আটক করে পুলিশে দেয়।
অপর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এরশাদ মোড়ে। জাকির হোসেন ও মিলন মিয়া নামের ২ছিনতাইকারী গত (৮জুন) দুপুর ১টার দিকে রাণীপুকুর এরশাদ মোড়ে মিঠাপুকুর উপজেলার রুপসী বাশটারী গ্রামের আঃ রহিমের পুত্র রুবেল মিয়ার চার্জারঅটো সদ্যপুষ্করনি যাতায়াত করার কথা বলে ভাড়া করে।
সদ্যপুষ্করনি যাওয়ার পর ছিনতাইকারীরা অটোচালক রুবেল মিয়াকে চেতনানাশক পানীয় খাওয়ায়ে তাকে অসুস্থ করে আটোর পিছনে বসিয়ে বিভিন্নজায়গা ঘুরে পুনরায় রাত ১১টায় রাণীপুকুর এরশাদ মোড়ে পৌছিলে অটোচালক রুবেল মিয়া ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে পুলিশে দেয়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, উভয় ঘটনায় পৃথক পৃথক মামলা হযেছে। ধৃত ছিনতাইকারীদের মধ্যে ২/১জন পেশাদার ছিনতাইকারী। তদন্ত সাপেক্ষে ধৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনার সাথে আরো কেহ জড়িত থাকলে তাহাও অনুসন্ধান করা হবে।