নাগরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১০ পিএম, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | ৪৭৭

টাঙ্গাইলের নাগরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার কলমাইদে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম জয়ধর আলী (৫০)।

তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সকালে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ির পাশের জমিতে ঘাস কাটার জন্য যায়। কিছু সময় পর আকাশে কালো মেঘ জমলে তিনি ঘাস মাথায় করে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে নিহত হন।

স্থানীয় ইউপি সদস্য মানু মিয়া বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টিসহ বজ্রপাতে ঘটনাস্থলেই জয়ধর মারা যাওয়ায় চিকিৎসার কোন সুযোগ ছিল না।