৭১ বস্তা সরকারী চাল জব্দ

মধুপুরে ইউপি সদস্যসহ ২ জনের নামে মামলা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:২৪ পিএম, বুধবার, ১০ জুন ২০২০ | ৬৮০

টানা তিনদিন রশি টানাটানির পর অবশেষে খাদ্য বান্ধব কর্মসূচির (ফেয়ার প্রাইস) ও ত্রাণের ৭১ বস্তা চাল পাচারের অভিযোগে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় মামলা হয়েছে।

বুধবার মধুপুর উপজেলা খাদ্য পরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

মামলার আসামীরা হলেন, গোালাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সাত্তার এবং ধনবাড়ী উপজেলার ভাইঘাটের চাল ব্যবসায়ী নুরুল ইসলাম। 

নানা তালবাহানার পর জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের হস্তক্ষেপে অবশেষে টানা তিনিদিন পর চাল চুরি ও পাচারের অভিযোগে মধুপুরের গোলাবাড়ী ইউপি সদস্যসহ  দুই জনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় এ মামলা দায়ের হয়। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, ৭১ বস্তা চালের মধ্যে ২৪ বস্তা ফেয়ার প্রাইসের। বাকীটা ত্রাণসহ অন্যান্য খাতের। ঘটনাস্থল ধনবাড়ী উপজেলাধীণ হওয়ায় জব্দকৃত চাল ধনবাড়ী উপজেলা প্রশাসনের জিম্মায় দেয়া হয়েছে। ধনবাড়ী থানায় মামলা হয়েছে। একটু জটিলতা থাকায় তদন্তে বেশি সময় লেগেছে। 

জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম জানান, সরকারী চাল নয়ছয়ে কাউকে ছাড় দেয়া হবে না। ইতমধ্যেই মধুপুরের ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি মোঃ চান মিয়া জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, টাঙ্গাইলের ধনবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচী ও ত্রাণের ৭১ বস্তা সরকারী চাল গোপন সংবাদে অভিযোগ পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিলে অভিযান চালিয়ে রোববার (০৭ জুন) রাতে জব্দ করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।