টাঙ্গাইলে আরও ১০জন আক্রান্ত,মোট ২৭৬

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:১৯ পিএম, বুধবার, ১০ জুন ২০২০ | ৬৪৫

টাঙ্গাইলে নতুন করে আরো ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩, মধুপুর ২, মির্জাপুর ৪ ও বাসাইলে ১ জন রয়েছেন।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

গত ৪ মে পাঠানো ১২৪ টি নমুনা পরীক্ষা করে প্রাপ্ত ফলাফলে ১০ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া যায় বলেও তিনি জানান।

এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন। হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে আছেন ২ হাজার ১শত ৮৭ জন। এ পর্যন্ত হোম ও প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন করা হয়েছে ১২ হাজার ৪৭৮ জনকে। এর মধ্যে থেকে ছাড়পত্র পেয়েছেন ১০২৯১ জন।