দেলদুয়ারে সাবেক এমপি হাজী মকবুলের মৃত্যুতে দোয়া মাহফিল


টাঙ্গাইলের দেলদুয়ারে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সাংসদ ও টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটুর পিতা হাজী মকবুল হোসেনের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিকের পরিচালনায়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন ও দেওয়ান তাহমিনা হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস. প্রতাপ মুকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ-জামান খান প্রমুখ।