মির্জাপুরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনসাধারণের দুর্ভোগ


সামন্য বৃষ্টিতেই মির্জাপুরে প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এতে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে।রবিবার বিকেরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।
টানা এক ঘন্টার বৃষ্টিতে মির্জাপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে সৃষ্ঠি হয়েছে জলাবদ্ধতা। এতে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে মারাত্বক দুর্ভোগে পড়তে হচ্ছে।
বৃষ্টির ফলে সদরের কুমুদিনী হাসপাতাল রোড, কলেজ রোড, কালিবাড়ি রোড, উপজেলা চত্বরের পূর্বাংশ, বাইমহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা সৃষ্ঠি হয়েছে।
জলাবদ্ধতার কারনে মির্জাপুর টিউটরিয়াল হোম গত কয়েকদিন যাবত বন্ধ রয়েছে বলে খোজ নিয়ে জানা গেছে।
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘ্যদিন ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না করার ফলে এই জলাবদ্ধতার সৃষ্ঠি হয় বলে ভুক্তভোগীরা মনে করছেন।