টাঙ্গাইল যৌন পল্লীতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, শনিবার, ২৩ মে ২০২০ | ৫২০

করোনা ভাইরাসের কারণে কর্মহীন টাঙ্গাইল যৌনপল্লীতে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধায় পৌর এলাকার কান্দাপাড়ায় অবস্থিত যৌনপল্লীতে ৬৫০ জন যৌনকর্মীদের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান ও কেন্দ্রীয় যুবলীগের নেতা মুজাহিদুল ইসলাম শিপনে উদ্যেগে সামগ্রী বিতরণ করা হয়।

ঈদের খাদ্য সামগ্রী বিতরণের সময় শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, জেলা যুবলীগের নেতা ইমরান হোসেন জুয়েল, শহর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ সিকদার মানিক, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুল ও ৬নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান রোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রত্যেককে দুই প্যাকেট সেমাই, এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি চিনি ও আধা কেজি গুড়া দুধ দেওয়া হয়।