টাঙ্গাইল পৌর এলাকায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, শনিবার, ২৩ মে ২০২০ | ৪৬২

করোনা ভাইরাসের কারণে কর্মহীন টাঙ্গাইল পৌর এলাকার দরিদ্র অসহায়  মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) পৌর এলাকার কলেজপাড়া ও অলোয়া বাজারে দরিদ্র ৩০০ পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান ও কেন্দ্রীয় যুবলীগের নেতা মুজাহিদুল ইসলাম শিপনে উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

ঈদের খাদ্য সামগ্রী বিতরণের সময় শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, জেলা যুবলীগের নেতা ইমরান হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুল, ৬নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান রোজ ও  সমাজ সেবক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রত্যেককে দুই প্যাকেট সেমাই, এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি চিনি ও আধা কেজি গুড়া দুধ দেওয়া হয়।