ভূঞাপুরে যুবকদের উদ্যোগে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


মহামারী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। এদিকে, সামনে ঈদকে সামনে রেখে উপজেলার ভালকুটিয়া গ্রামের যমুনা ইয়াং ইস্টার ক্লাবের সদস্যদের ঈদের কেনা কাটার জন্য জমানো টাকায় হত দরিদ্র ও কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ,সেমাই,চিনি,গুড়ো দুধ।
ঈদ সামগ্রী পেয়ে কদ্দুস আলী জানায়,করোনার কারণে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছি।কাজ কামও বন্ধ। হাতে টাকা -পয়সাও নাই।এ অবস্থায় কয়েজন যুবক ঈদ উপহার দিয়েছে। এতে এবার ঈদ খাদ্যসামগ্রী কিনতে হবে না।
যমুনা ইয়াং ইস্টার ক্লাবের সদস্যরা জানায় ,করোনায় নিম্ন আয়ের মানুষগুলো মানবেতর জীবনযাপন করে আসছে। তাদের এমন কষ্ট দেখে নিজেদের ঈদে কেনা কাটার জন্য জমানো টাকায় অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে হাসি ফুটানোর জন্য ঈদ উপহারসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। সুষ্ঠুভাবে সহায়তা বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম প্রতি বছর অব্যাহত থাকবে।