ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে সময় ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১ পিএম, রোববার, ১৭ মে ২০২০ | ৪২৫

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বাদুরিয়া গ্রামে সামাজিক দূরত্ব বাজায় রেখে করোনায় কর্মহীন শতাধিক অসহায় দুস্থ্য পরিবারের মাঝে রোববার (১৭ মে ২০) সময় ফাউন্ডেশন ঈদ সামগ্রী বিতরণ করেছে।

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ৫ কেজি চাউল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ প্যাকেট গুড়া দুধ।

ঈদ সামগ্রী বিতরণ করেন সময় ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও ধনবাড়ী ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদ, আল-আমিন, এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকল, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহসান, সংবাদ ও মানবাধিকার কর্মী মো. ইউনুস, নূর-নবী শেখ, সমাজ সেবক দুলাল সরকার, ফারহানা সুপ্তা, শাহনাজ পারভিন সেতু, শরীফ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

ঈদ সামগ্রী নিতে আসা মো. মুকুল হোসেন, আ. বারেক ও মোছাঃ স্বাপ্না বেগম জানান, আমরা খুবই অভাবে ছিলাম। ঈদের সামনে আমাদের যে ঈদ সামগ্র পেয়ে আমাদের অনেক উপকার হলো।

এ ব্যাপারে সময় ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও ধনবাড়ী ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন বলেন, এসময় সময় ফাউন্ডেশনের উপদেষ্টা জাহিদ হাসান সুমন জানান, সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধেই ঢাকাতে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকা, টাঙ্গাইল সহ সারা দেশে অসহায়দের পাশে দাড়িয়ে আসছে ভবিষৎতেও থাকবে।

কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদ জানান, সময় ফাউন্ডেশন দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এতে কৃষিমন্ত্রী মহোদয় সময় ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়েছেন। এবং কী কৃষি মন্ত্রী মহোদয় নিজেও সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে আছেন ও থাকবেন।