কালিহাতীতে পুলিশের এএসআই করোনা আক্রান্ত! উপজেলায় মোট আক্রান্ত ৪


টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে পুলিশের এক এএসআই করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।
তিনি ডিএমপি পল্লবী থানার এএসআই বলে জানা গেছে।
মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আক্রান্ত ওই পুলিশ সদস্যের নিকট থেকে জানা যায়, গত ৯ মে তিনি জ্বর নিয়ে সংশ্লিষ্ট ওই থানা থেকে কাউকে কিছু না বলে তার নিজ বাড়ী বাগুটিয়া না গিয়ে কালিহাতী পৌর এলাকার সালেংকা জেলে পাড়া তার ভাড়া বাসায় চলে আসে। পরে গত ১১ মে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে কর্তৃপক্ষ গত ১২ মে নমুনাটি ঢাকার আইপিএইচএ পাঠিয়ে দেন এবং ১৩ মে সকালে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান তার ভাড়া বাসা সহ দুইটি বাসা লকডাউন করে দেয়। এবং তিনি হোম আইসোলেশনে থাকবে বলে জানান তিনি।