নাটোরে মুক ও বধির প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪ পিএম, শনিবার, ৯ মে ২০২০ | ৬২৭

নাটোরে মুক ও বধির উন্নয়ন সংস্থার প্রতিবন্ধিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহার আলীর পরিবারের পক্ষ থেকে সংস্থার অস্থায়ী কার্যালয়ে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা যুবলীগের সদস্য সৈয়দ মোজাম্মেল আলী ফিরোজ, মুখ ও বধির উন্নয়ন সংস্থার সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

এ সময় সৈয়দ মোর্তুজা আলী বাবলু বলেন, করোনার মহামারি মোকাবেলায় নাটোর পৌর এলাকায় কর্মহীন বিভিন্ন পেশার চার হাজার পরিবারের মাঝে সাড়ে ১৩ লক্ষাধিক টাকার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আগামীতে এই সহযোগিতার ধারা অব্যহত থাকবে।