টাঙ্গাইল সমবায় মার্কেটের পুরাতন ব্যবসায়ীরা আনন্দিত
উচ্চ আদালতের রায়ে ব্যবসায়ীদের আনন্দর্যালী


টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পরিচালিত সমবায় সুপার মার্কেটের পুরাতন ব্যবসায়ী মালিকদের অধিকার আদায়ে সুপ্রিম কোর্টে রায় প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দ র্যালী ও মিষ্টি বিতরন করেছেন পুরাতন ১৫৫ জন দোকান মালিক। রোববার সকালে এ র্যালীর আয়োজন করা হয়।
সমবায় সুপার মার্কেটের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সমবায় সুপার মার্কেটের সামনে এসে পথসভার আয়োজন করে।
এ পথ সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহবায়ক শাহআলম খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, বশির আহমেদ, দেলোয়ার হেসেন, মামুনুর রহমান প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী গোলাপ হেসেন, মোঃ ইউসুফ আলী, হারুন আল রশিদ, বিপ্লব আনছারী, আজিজুল হক গিনি সহ সাধারন ব্যবসায়ীরা।
উল্লেখ্য,২০১৩ সালের ১৬ এপ্রিল টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ১৫৫ জন দোকান মালিককে বিনা নোটিশে উচ্ছেদ ও মার্কেট ভবন ভেঙ্গে ফেলেন টাঙ্গাইল সমবায় কেন্দ্রীয় ব্যাংক লিঃ এর তৎকালিন কর্তৃপক্ষ।
এ নিয়ে উচ্চ আদালতে চলমান মামলায় মার্কেটের পুরাতন মালিকরা স্ব স্ব স্থানে দোকান বরাদ্দ দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও ১২ ডিসেম্বর ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানের সভাপতি পদ স্থগিত ও ব্যাংকের পরিচালনা পর্ষদের এডক কমিটি গঠণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টেও আপীল বিভাগ।