৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৫ পিএম, শনিবার, ২ মে ২০২০ | ৪৭১

নাটোরে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার শহরের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই এলাকায় অপারেশন পরিচালনা করে।এ সময় ট্রাকে তল্লাশী করে দুই মাদক ব্যবসায়ীকে ৪৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃতরা হলো-পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর ভাড়াইমারী গ্রামের আজিবর মালিথার ছেলে মোঃ আরিফ মালিথা ওরফে ভোলা (২৩) ও জগন্নাথপুর গ্রামের মোঃ আলম বিশ্বাসের ছেলে মোঃ ময়দান বিশ্বাস @ মুন্না (২০)।

আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।