৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


নাটোরে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার শহরের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই এলাকায় অপারেশন পরিচালনা করে।এ সময় ট্রাকে তল্লাশী করে দুই মাদক ব্যবসায়ীকে ৪৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলো-পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর ভাড়াইমারী গ্রামের আজিবর মালিথার ছেলে মোঃ আরিফ মালিথা ওরফে ভোলা (২৩) ও জগন্নাথপুর গ্রামের মোঃ আলম বিশ্বাসের ছেলে মোঃ ময়দান বিশ্বাস @ মুন্না (২০)।
আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।