সিংড়ায় চার শতাধিক শ্রমিককে খাদ্য উপহার দিলেন মেয়র


মহান মে দিবস উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় চার শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
শুক্রবার রাত ১০টায় পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার লেখা এই খাদ্য সামগ্রী শ্রমিকদের হাতে তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদ হাসান ইমাম প্রমূখ।
পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, প্রতি বছর মে দিবসের অনুষ্ঠানে সিংড়ার পাঁচজন শ্রমিককে মালিকে পরিণত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কিন্তু হঠাৎ একসাথে পাঁচজন করোনা রোগী সনাক্ত হওয়ায় বাজারের কুলি-মজদুর, ইমারত নির্মাণসহ রিক্সা-ভ্যান ও মটর শ্রমিকরা মানবিক জীবন যাপন করছে। তাদের পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। তাই প্রতিমন্ত্রী পলকের নির্দেশে অসহায় শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু, লবণ, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।