ধনবাড়ীতে টিসিবি’র মালামাল জব্দ, থানায় মামলা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:৩৭ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ৪২৫

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনের তালাবদ্ধ একটি কক্ষ থেকে টিসিবি’র বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। 

এ ঘটনায় ধনবাড়ী থানায় সোমবার (২০ এপ্রিল) রাতেই মামলা হয়েছে। জব্দ করা টিসিবি‘র ওই মালামালের মালিক পলাতক রয়েছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরান কাপড় হাটি ও পৌর সুপার মার্কেটের নব-নির্মিত ভবনে অভিযান চালিয়ে ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম এর উপস্থিতিতে মজুদ করা টিসিবি‘র এ মালামাল জব্দ করেছে ধনবাড়ী থানা পুলিশ । 

স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌরসভা কর্তৃক পুরান কাপড় হাটিতে পৌর সুপার মার্কেট নির্মাণ শেষে দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মার্কেটের প্রতিটি কক্ষ তালাবদ্ধ। এরই একটি কক্ষ থেকে পুলিশ টিসিবি’র বিপুল পরিমাণ এ মালামাল উদ্ধার করে জব্দ করেছে। এর মালিককে খুঁজে না পাওয়ার বিষয়টিতে এলাকাবাসী ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।

ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম জানান, টিসিবি’র মালামাল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মালামালের পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্বোধন হওয়ার অপেক্ষায় পৌরসভার নব-নির্মিত মার্কেটের একটি তালাবদ্ধ ঘর থেকে ৪০ বস্তা ছোলা ও ২ লিটারের ৭২ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তেল টিসিবি’র প্রমাণ পাওয়া গেলেও ছোলা টিসিবি’র কিনা জানা যায়নি। এসব মালের মালিককে পাওয়া যায়নি। জব্দকৃত মালামাল গুলো ধনবাড়ী টিসিবি ডিলারের কিনা এমন প্রশ্নে তিনি জানান, প্রথমে সন্দেহ হওয়ায় তার  স্টক দেখে নিশ্চিত হয়েছে জব্দকৃত মালামাল গুলো ডিলারের নং। কেননা এ ডিলারের কাছে তেল সরবরাহ করা হয়েছে বসুন্ধরা আর জব্দকৃত তেল গুলো পুষ্টির বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার রাতেই মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আর প্রকৃত অপরাধী নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।