বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতে ১২টি মামলা ও জরিমানা

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | ৩৮৮

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসে সরকারের ঘরে থাকা নির্দেশ অমান্য করে অকারণে বাহিরে বেরুবার কারণে বিভিন্ন যানবাহন চালককের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের ও ৩৮ শত টাকা জরিমাণা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম রহিমা সুলতানা বুশরা। এসময় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের একটি দল আদালতকে সহযোগীতা করেন।