টাঙ্গাইলে ১৬ দোকানিকে জরিমানা


করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্ধারিত সময়ের পরে মুদি দোকান ও অন্যান্য দোকান খোলা রাখার অপরাধে মোবাইল র্কোট পরিচালনা করা হয়।
গতকাল শুক্রবার ১৭ এপ্রিল বিকাল পাঁচটা থেকে রাত আটটা র্পযন্ত এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার, বউ বাজার, বাজিতপুর বাজার এবং সদর উপজেলার মিরের বেতকা ও করোটিয়া বাজারে মোবাইল র্কোট পরিচালনা করে ১৬ দোকানদারকে ২৯ হাজার টাকা অথদন্ড প্রদান করা হয়।
এসময় সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ও দোকানে আড্ডা দেয়া এবং বাইকে ঘুরে বেড়ানোর অপরাধে যুবকদের কে সর্তক করে ছেরেদেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। আইন শৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।