টাঙ্গাইলে আরো ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৬ এএম, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | ১৫৯৮

টাঙ্গাইলে নতুন করে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো নয় জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘নতুন করে জেলার ভূঞাপুর উপজেলায় এক জন ও নাগরপুরে এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন ঢাকা থেকে ফিরেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ আক্রান্ত ও আশপাশের বাড়ী লক ডাউন করা হয়েছে।

এর আগে, ১২ এপ্রিল জেলায় আরো ৫জন ও  ৮ এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় একজন ও ১০ এপ্রিল ঘাটাইলে একজন আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন নয় জন।