সাবেক মেয়র মুক্তির অর্থায়নে আবারও খাদ্য সামগ্রী বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ পিএম, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | ৫৫৯

করোনা প্রতিরোধে,সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির অর্থায়নে আবারও টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১৩এপ্রিল) সারা দিন টাঙ্গাইল পৌর এলাকার ৩নং ও ৫নং ওয়ার্ডে ১২শ’ পরিবারের মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দলের বিভিন্ন নেতাকর্মীরা বলেন, সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ভাইয়ের নির্দেশনায় আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি এর আগেও আমরা অসহায় ও দূরস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি । এবং গতকাল সোমবার ৩নং ও ৫নং ওয়ার্ডে ১,২০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলাম।

এছাড়া মুক্তি ভাইয়ের নির্দেশ যে পর্যন্ত এই মহামারি করোনা সংকট পরিস্থিতি স্বাভাবিক না হবে সে পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে।

এ সময় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান-মো:আব্বাস আলী প্রমুখ।