সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দুই ব্যবসায়ীর জরিমানা

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০১:২১ পিএম, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | ৩৪৮

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দুই ব্যবসায়ীর সাড়ে পাঁচ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকতা ।

গত সোমবার(১৩ই এপ্রিল)উপজেলার বড়হযরতপুর ইউনিয়নের নানকর বাজারে অভিযান চালিয়ে রফিক ও রিজু মন্ডল নামে দুই ব্যবসায়ীর জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূইঁয়া।

সরেজমিনে জানা যায়- পত্রিকা-টিভিতে খবর প্রচার,প্রতিনিয়ত ঘোষণা, মাইকিং-এর মাধ্যমে প্রচার কিংবা চেয়ারম্যান,মেম্বার ও চকিদার কর্তৃক বারবার বিকাল পাঁচ টার পর দোকান বন্ধ করার নির্দেশ করা হয়। সরাকরি আইনকে তোয়াক্কা না করে দোকান পরিচালনা করায় আনুমানিক সন্ধ্যা ছয়টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূইঁয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকরা হয়।

এসময় নানকর বাজারের কাঁচামাল ব্যবসায়ী রফিক মিয়ার ৫০০(পাঁচশত)টাকা ও রুমন স্টোরের স্বতাধিকারী রিজু মন্ডলের ৫০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা করেন। নুর ইসলাম সাদা নামের চায়ের দোকানের ভেতরে আলো থাকায় দোকানের গ্যাসসিলিন্ডার,চুলা ও চায়ের কাপ লালু মেম্বারের কাছে হস্তান্তর করেন এবং সেগুলো মঙ্গলবার উপজেলায় নিয়ে আশার নির্দেশ দেন।

বড়হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল জানান-বিকালে আমি বিকালে সকলকে অনুরোধ করেছি যাতে বিকাল পাঁচটার মধ্যে দোকান বন্ধ করেন। বিভিন্ন এলাকার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সুতারাং তাদের বারবার দোকান বন্ধের নির্দেশ দেওয়ার পরও অমান্য করায় ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূইঁয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন গ্রহণ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।