গোপালপুরে আশ্রয়ন প্রকল্প গুলোতে ত্রাণ বিতরণ


করোনাভাইরাসের সংক্রোমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া আশ্রয়ন প্রকল্পের লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস।
সোমবার দিনব্যাপী উপজেলার মোহনপুর, আলমনগর ও পাথালিয়া গ্রামের আশ্রয়ন প্রকল্প গুলোতে সরেজমিনে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারের মধ্যে চাল, ডাল, পেয়াজ, আলু ও তৈল বিতরণ করেন তিনি।
জানা যায়, সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে গোপালপুর উপজেলার মির্জাপুর, আলমনগর ও নগদাশিমলা ইউনিয়নের তিনটি আশ্রয়ন প্রকল্পের পরিবার গুলোতে খাদ্যসংকট দেখা দেয়। কর্মহীন হয়ে পড়া এসব দরিদ্র পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা দিতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউওনও) বিকাশ বিশ্বাস।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এসব আশ্রয়ন প্রকল্পের প্রত্যেক পবিবারের সদস্যদের মাঝে বিতরণ করেন খাদ্যসামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও গোপালপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমূখ।