কালিহাতীতে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


টাঙ্গাইলের কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারির নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীনদের মাঝে তিন শত পঞ্চাশ জন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকেলে কালিহাতী পৌরসভার ৮নং ওয়ার্ড কুষ্টিয়া এলাকায় ৩৫০ জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারা সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেককে চাল, ডাল, আলু, আটা, লবন, সাবান, নগদ টাকা দেওয়া হয়।
হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি বলেন শেখ হাসিনার নির্দেশক্রমে কর্মহীন হওয়া মানুষ যাতে ঘরে বসে খাবার পায় তার ব্যবস্থা করা হচ্ছে। কোন কর্মহীন মানুষ না খেয়ে থাকবেন না।