মহেড়া পেপার মিলসের উদ্যোগে দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, রোববার, ৫ এপ্রিল ২০২০ | ৪৪১

বিশ্বজুড়ে যখন প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে মানুষের জনজীবন অস্থিশীল হয়ে পড়েছে ঠিক তখনই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোট বহুরিয়া এলাকায় অবস্থিত মহেড়া পেপার মিলস্ লিমিটেডের উদ্যোগে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর সদরের কুতুববাজার এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি।

জানা গেছে, ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী আবুল হোসেন, মহেড়া পেপার মিলস্ লিমিটেডের চেয়ারম্যান মো. তাহেরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন, উপদেষ্টা মো. তোতা মিয়া, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি তৈল, আধা কেজি ডাল, ১টি করে সাবান এবং ২টি করে খাতা।

মিলের চেয়ারম্যান মো. তাহেরুল ইসলাম জানান, এ ত্রাণ সামগ্রী রবিবার (০৫ এপ্রিল) থেকে শুরু করে আগামী মঙ্গলবার (০৭ এপ্রিল) পর্যন্ত পৌর এলাকাসহ উপজেলার ভাদগ্রাম, বহুরিয়া, গোড়াই এবং মোট ৩ ইউনিয়নের দুই হাজার কর্মহীন দরিদ্রদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।