নির্দেশনা অমান্য করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৮ পিএম, শনিবার, ৪ এপ্রিল ২০২০ | ৪৬৬

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার থেকে দেয়া কঠোর নির্দেশনা মানছেন না অনেকেই। ফলে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে সংক্রমণ হওয়ার ব্যাপক ঝুঁকি।

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শনিবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল খোলা রেখে মিষ্টি বিক্রির দায়ে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক কৃষ্ণ ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মালেক।

অপরদিকে উপজেলার জামুর্কী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে হাট চালু রাখার দায়ে জামুর্কী হাটের ইজারাদার (ক্যাশিয়ার) ও ব্যবসায়ী শরীফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, আমরা সার্বক্ষণিক মানুষকে বোঝানোর চেষ্টা করছি। সরকারি নির্দেশনা অমান্য করায় এক হোটেল ব্যবসায়ী ও এক ইজারাদারকে জরিমানা দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং যারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গস্খহণ করা হবে।