ছাত্রলীগ নেতা খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩০ পিএম, বুধবার, ১ এপ্রিল ২০২০ | ৩৯৬

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরে বসে থেকে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের বিভিন্ন এলাকায় ১৫০ জন পরিবারের মাঝে শুকনো খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য মীর সাব্বির।

জানা গেছে, বুধবার (০১ এপ্রিল) প্রথম দিন বিকেল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে ৩ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি লবণ।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের (সাবেক) যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তানভীর, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য আকাশ খান, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক বিমাণ চন্দ্র সরকার, সহ-সম্পাদক মো. সজিব সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম জয়, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রাব্বী স্বাদ প্রমুখ।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৌর সদরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয় এবং করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মীর সাব্বির জানান, জননেত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি করোনায় কর্মহীন পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সুরক্ষা থাকার কৌশল শেখানোর চেষ্টা করছি।