ভূঞাপুরে গানে গানে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৫ পিএম, সোমবার, ৩০ মার্চ ২০২০ | ৪১৩

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাক গ্রামে গ্রামে ঘুরে গানের মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছে। এছাড়া ব্র্যাকের লোকজন অটোরিকশায় ব্যানার লাগিয়ে ও মাইক বাজিয়ে প্রচার- প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন। ব্র্যাকের সুবিধাভোগীদের মাঝে মাক্স ও লিফলেট বিতরণ করেছেন।

এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন, করোনাভাইরাস সচেতনতায় ব্র্যাক ব্যতিক্রমভাবে গানের মাধ্যমে প্রচারণা করছেন। আর এই মাইকিং শুনে আমরা করোনাভাইরাস সচেতনতা সম্পর্কে অনেক কিছু জেনেছি। যা আগে আমাদের অজানা ছিল।

গোবিন্দাসী ব্রাক শাখার ম্যানেজার আব্দুল আলীম বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে যখন করোনা ভাইরাস নিয়ে মানুষ আতঙ্কিত ঠিক তখনই সরকারের পাশাপাশি, প্রশাসনের পাশাপাশি আমাদের ব্রাকের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা ব্রাকের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছি ও মাক্স বিতরণ করেছি।

ভূঞাপুর ব্র্যাক শাখার এরিয়া ম্যানেজার (দাবি) উৎপাল সরকার বলেন, করোনাভাইরাস সচেতনতায় সরকারের পাশাপাশি আমাদের ব্রাকের পক্ষ থেকে ভূঞাপুর উপজেলায় ৬টি অটোরিকশা যোগে মাইকিং, প্রচার-প্রচারণা এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ চলছে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে।