টাঙ্গাইলে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসুচী শুরু (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১০ পিএম, রোববার, ২৯ মার্চ ২০২০ | ২৬৯৭

করোনা ভাইরাস আতঙ্কের কারণে টাঙ্গাইল সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনের নিজ অর্থয়ানে প্রথম পর্যায়ে দুই হাজার পাঁচশত খাদ্যের প্যাকেট বিতরণ কর্মসুচী শুরু করা হয়েছে।

২৯ মার্চ রোববার বিকেলে সদর উপজেলার কাতুলী ইউনিয়নে চরাঞ্চলের কর্মহীন ২৫০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন। খাদ্যের মধ্যে ৫ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পিঁয়াজ,এক কেজি লবণ,কাপড় কাঁচা সাবান একটি।

কাতুলী ইউনিয়নে ৯টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে মোট ৩০ জনকে এ খাদ্য বিতারণ করা হয়।

ছানোয়ার হোসেন এমপি বলেন, নিজেকে নিরাপদ রাখা, সুস্থ থাকা, পরিবারসহ সকলকে পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ যারা বিদেশ থেকে এসেছে তাদের আত্মীয়স্বজনদের সহযোগিতায় একটি কক্ষে ১৫ দিন রাখার ব্যবস্থা করতে হবে। সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, বাহির থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং পরিস্কার কাপড় ব্যবহার করতে হবে।

তিনি আরোও বলেন মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নিয়মকানুন মেনে আমরা কাজ করলে তাহলে আমরা অবশ্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো।

এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম খান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু,শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক শিবলী খন্দকার,কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব আলী,সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুসসহ সদর উপজেলা ছাত্রলীগ।